Top News

এমবাপ্পে খেলবেন না রিয়াল মাদ্রিদে!

এমবাপ্পের বদলে স্ট্যার্টিং ইলেভেন শুরু করবেন এন্ড্রিক!


Mbappe will not play today

Endrick will play today as starting eleven

চ্যাম্পিয়নসলীগের রাতগুলো আনন্দ উত্তেজনার। এই সীজনে ফুটবল প্রেমিরা নিজ দলের জয়ে আবেগে ভাসে, আনন্দ উদযাপন করে, আর পরাজয়ে দুঃখে ভেযে পড়ে।

চ্যাম্পিয়নসলীগের রাত মানেই যেন জমকালো আয়োজন, রাতভর খেলাপ্রেমিদের এক অদ্ভুত মোহ। 


চ্যাম্পিয়নসলীগের আজকে খেলায় Real madrid vs Lilly OSC এর ম্যাচে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে। এর বদলে স্ট্যার্টিং ইলিভেন শুরু করছেন ব্রাজিলিয়ান স্টার Endrick. রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে অলরেডি ২ টি ম্যাচ খেলে ফেলছেন তিনি। এবং প্রত্যেকটি অভিষেক ম্যাচে করেছেন স্কোর।

আজকের ম্যাচটা এন্ড্রিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  এবং রিয়াল মাদ্রিদের জন্যও৷ রিয়াল মাদ্রিদ ফ্যানরা উদগ্রীব হয়ে বসে আছে, একটু নতুন শুরু দেখার জন্য। হয়ত একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। কে জানে? 

Post a Comment

Previous Post Next Post