আমেরিকা কি ইরানে হামলা চালাবে?
গতকাল ০১ অক্টোবর ২০২৪ ইরানের ইসরাইলের ওপর হামলার পর একটি প্রশ্নই মাথায় উঠছে সবার, আমেরিকা কি প্রতিশোধ নিবে?
আমেরিকা ও ইসরাইল এই যৌথশক্তি কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? নাকী পারমানবিক হামলা করবে? আমেরিকা যদি ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে নিশ্চয়ই ইরান ও বসে থাকবে না। আর যদি কোন হামলা না চালায়, তাহলে তো সেটার অর্থ দাঁড়াল যে আমেরিকা ও ইসরাইল শক্তির সামনে নত হল।
তাহলে কি আমেরিকা সরাসরি আক্রমণ না করে পরোক্ষভাবে স্যাংশন জারি করবে ইরানের ওপর? আমেরিকার দেয়া স্যাংশনে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে ইরান?
ধরুণ আমেরিকা ও ইরান যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে ডড়ে, তাহলে কি পরিণতি হতে পারে বিশ্বের? বিশ্ব কি আরেকটি বিশ্বযুদ্ধ দেখতে চলছে?
আপনার কি মনে হয়?
আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়াবে?

Post a Comment